অপহৃত ১৩ তুর্কিকে গুলি করে হত্যা করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির জঙ্গিরা
- আপডেট সময় : ০৯:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
নিষিদ্ধ সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির জঙ্গিরা অপহৃত ১৩ তুর্কিকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে তুরস্ক। উত্তর ইরাকের একটি গুহায় তাদের হত্যা করা হয়। রোববার তুরস্কের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
১০ ফেব্রুয়ারি ইরাকের উত্তরাঞ্চলীয় গারা অঞ্চলে পিকেকে’র বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। বিভিন্ন সময়ে অপহরণ করা নাগরিকদের উদ্ধারে অভিযানটি শুরু করা হয়েছে বলে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার জানান। এক বিবৃতিতে তিনি বলেন, সামরিক অভিযান চলাকালে ৪৮ পিকেকে জঙ্গি নিহত হয়েছে। অপরদিকে তুরস্কের তিন সৈন্য নিহত ও তিনজন আহত হয়। অপহৃত তুর্কিদের মধ্যে ১২ জনকে মাথায় ও একজনকে কাঁধে গুলি করে হত্যা করা হয় বলে জানান তিনি। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মালাটিয়া প্রদেশের গভর্নর জানান, ওই গুহায় নিহতদের মধ্যে ছয় সৈন্য ও দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন, যাদের ২০১৫ ও ২০১৬ সালে দুটি পৃথক ঘটনায় অপহরণ করা হয়েছিল। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। নিহতদের মধ্যে তুরস্কের গোয়েন্দা কর্মীরাও রয়েছেন বলে দেশটির নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান।