অবরোধের প্রতিবাদে রাজধানীতে অবস্থান ও মিছিল-সমাবেশ আ’লীগের
- আপডেট সময় : ০৬:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
- / ১৭২০ বার পড়া হয়েছে
অবরোধের প্রতিবাদে অবস্থান ও মিছিল-সমাবেশের মধ্য দিয়ে রাজধানীর রাজপথ সরব রেখেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নৈরাজ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তারা নির্বাচন পর্যন্ত রাজপথ দখলে রাখার কথা বলেন।
পঞ্চম দফায় বিএনপি-জামাতের অবরোধের প্রথম দিনে রাজধানীর রাজপথে সরব ছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। সবুজবাগ থানা আওয়ামী লীগের অবরোধ বিরোধী কর্মসূচি ছিল উৎসবমুখর। নির্বাচন পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন তারা। যাত্রাবাড়িতে শান্তি সমাবেশে সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু বলেন, অবরোধ ডেকেও যারা রাজপথে থাকে না, তাদের সাথে জনগন নেই। পাশেই শান্তি সমাবেশ করেন আওয়ামী লীগ নেতা কামরুল হাসান রিপন। ডেমরায় অবরোধ বিরোধী শান্তি মিছিল করে থানা আওয়ামী লীগ। পোস্তগোলায় অবরোধ বিরোধী মিছিল সমাবেশ করেন সাবেক এমপি অ্যাডভোকেট সানজিদা খানম।
বঙ্গবন্ধু এভিনিউতে শান্তি সমাবেশ করে শাহাবাগ থানা আওয়ামী লীগ। আজিমপুর- লালবাগে কাউন্সিল হাসিবুর রহমান মানিকের নেতৃত্বে মিছিল সমাবেশ হয়। গাবতলীতে অবরোধ বিরোধী মিছিল ও শোডাউন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। মিরপুরের মাজার রোড অবরোধ বিরোধী মিছিল ও সমাবেশ করে যুবলীগ।