অবশেষে একই সঙ্গে একই মঞ্চে ফাঁসি হলো দুই খুনির
- আপডেট সময় : ০৬:০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- / ১৬১৭ বার পড়া হয়েছে
অবশেষে একই সঙ্গে একই মঞ্চে ফাঁসি হলো দুই খুনীর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় জড়িত ড. মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে। গতরাতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এ দুই আসামীর ফাঁসি হয়।রায় বাস্তবায়ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত তাহেরের পরিবার।
কয়েক দিন ধরেই ফাঁসি কার্যকরের প্রস্তুতি চলছিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারে। একই সঙ্গে মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমকে ঝোলাতে ফাঁসির মঞ্চ সংস্কারের কাজ করে গণপূর্ত অধিদপ্তর। কারা কর্তৃপক্ষের ডাকে মঙ্গলবার দুই আসামীর পরিবারের সদস্যরা শেষবারের মতো সাক্ষাত করেন। ফাঁসির দিনক্ষণ চূড়ান্ত হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভেতরে ও বাইরে নিরাপত্তা জোরদার করা হয়।
রাত ৯টার দিকে কারাগারে একে একে প্রবেশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফাঁসিতে ঝোলানোর আগে সাড়ে ন’টার মধ্যে মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীরকে তওবা করানো হয়।
এরপর কারাবিধি অনুযায়ী রাত ১০টা ১মিনিটে তাদের ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসির এক ঘণ্টা পর ঊর্ধ্বতন কর্মকর্তারা কারাগার থেকে বেরিয়ে যান।
বাবা হত্যাকাণ্ডের বিচার পেয়ে সন্তুষ্টির কথা জানান নিহত ড. তাহেরের মেয়ে।
রায় বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় তথা জাতি কলঙ্কমুক্ত হলো-বলছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য।
রাত ১২টার পর মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীরের মরদেহ নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে কারাগার থেকে বেরিয়ে যায় দুটি অ্যাম্বুলেন্স।
২০০৬ সালের পহেলা ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক এলাকার কোয়ার্টার থেকে নিখোঁজ হন ড. তাহের। ৩ ফেব্রুয়ারি বাসার পেছনে ম্যানহোল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ মামলায় অপর দুই আসামী যাবজ্জীবন সাজা খাটছেন।