অবশেষে র্যাবের হাতে ধরা পড়লেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ
- আপডেট সময় : ১২:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / ১৮১৫ বার পড়া হয়েছে
অবশেষে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাবের হাতে ধরা পড়লেন করোনা টেস্ট প্রতারণা মামলার প্রধান আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ।
বুধবার ভোরে রেবের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা জেলার দেবহাটার রামগতি সীমান্ত এলাকা দিয়ে নদীপথে ভারত পালিয়ে যাওয়ার সময় অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করা হয় বলে জানান রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ। তিনি জানান, সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাঁখরা কোমরপুর গ্রামের সীমান্ত লবঙ্গ নদীপথে ভারত পালিয়ে যাওয়ার সময় ভোর ৫টা থেকে সাড়ে ৫টার দিকে সাহেদকে গ্রেফতার করা হয়। এর আগেও একবার একই সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছিলেন তিনি। সকালে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হয়। বিমানবন্দর থেকে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য রেব সদর দফতরে নেয়া হয়। সেখানে জিজ্ঞাসবাদ শেষে আজই তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হবে। তবে সব আইনি প্রক্রিয়া শেষে থানার মাধ্যমে আজই আদালতে প্রেরণ করা হবে কিনা এ বিষয়ে রেবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।