অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বর্তমান নির্বাচন কমিশন সচেষ্ট : আহসান হাবিব খান
- আপডেট সময় : ০১:৫৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ১৬১৫ বার পড়া হয়েছে
খুলনাসহ পাঁচ সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী এবং ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে প্রস্তুতি সভা করেছে নির্বাচন কমিশন। এসময় কমিশনার রাশেদা সুলতানা বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র সুনিশ্চিত হয়।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী এবং ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে নির্বাচন প্রস্তুতি সভা হয়েছে খুলনায়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী। এসময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সচেষ্ট নির্বাচন কমিশন। আসন্ন পাঁচ সিটি নির্বাচনই স্বচ্ছতার সঙ্গে করার আশা ব্যক্ত করেন তিনি।
বক্তব্যে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র সুনিশ্চিত হয়। ভাল নির্বাচন পরিচালনায় সবাইকে সততার সঙ্গে কাজ করার আহবান জানান তিনি।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান আরো বলেন, জনগণ যেন ভোটকেন্দ্রে বাধাহীন ভাবে পৌঁছতে পারে সে ব্যবস্থা করতে হবে। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।