অবিলম্বে সরকার পদত্যাগ না করলে রাজপথেই ফয়সালা হবে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৯:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- / ১৫৯১ বার পড়া হয়েছে
অবিলম্বে সরকার পদত্যাগ না করলে রাজপথেই ফয়সালা হবে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, আগামী ১২ জুলাই ঢাকার সমাবেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা আসবে। যার মধ্য দিয়ে দেশের সব মানুষকে জাগ্রত করে এই সরকারকে বিদায় দিয়ে জনগণের নতুন সরকার প্রতিষ্ঠা করতে হবে। সিলেটে তারুন্য সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তরুন জাগলে বাঁচবে দেশ—ঘুরে দাঁড়াবে বাংলাদেশে এই স্লোগানে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ।
পূর্ব নির্ধারিত এই সমাবেশ উপলক্ষে সকাল থেকেই সিলেট শহরে জড়ো হন দলটির নেতাকর্মীরা।
সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতাকর্মী জড়ো হন আলিয়া মাদ্রাসার মাঠে।
এসময় সরকারের পতন,খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে স্লোগান দেয় তারা।
সমাবেশ যোগদিতে আসতে পথেপথে নানা বাধার অভিযোগ নেতাকর্মীদের।
বিকেল চারটায় আনুষ্ঠানিক ভাবে শুরু হয় সমাবেশ। বক্তারা বলেন,লুন্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধারে তারুণ্যের সমাবেশ
প্রধান অতিথি বিএনপির মহাসচিব বলেন,সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।তাই তাদের সীমাহীন দুর্নীতির খেসারত দিতে হচ্ছে জনগণকে।
আওয়ামী লীগের অধীনে কোন নিষ্ঠুর নির্বাচন হয় না। কোনদিন হতেও পারে না। তাই সামনে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ঘোষণা আসছে বলে জানান তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি উত্তরণে তরুণ সমাজকে এগিয়ে আসর আহবান জানান মির্জা ফখরুল।