ইউপি নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধারে নেমেছে আইন-শৃঙ্খলাবাহিনী
- আপডেট সময় : ০৫:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
দুই ধাপে চরম সহিংসতার পর, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধারে নেমেছে আইন-শৃঙ্খলাবাহিনী। সীমান্তেও কঠোর নজরদারি বাড়ানোর পাশাপাশি চলছে অভিযান। জব্দ করা হচ্ছে চোরাই ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল। ১৫ নভেম্বর থেকে দেশব্যাপী শুরু হওয়া এই অভিযান চলবে ২১ নভেম্বর পর্যন্ত। সহিংসতায় এখন পর্যন্ত মারা গেছে ৫০ জনেরও বেশি। আহত হয়েছেন অন্তত ১২শ’।
২৮ নভেম্বর জামালপুরের ইসলামপুরের ছ’টি ও মেলান্দহের ৯টিসহ মোট ১৫ ইউপিই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সহিংসতামুক্ত রাখতে ১৫ থেকে ২১ নভেম্বর পর্যন্ত অবৈধ অস্ত্র ও মোটরযান উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এর ফলে নির্বাচনে পেশী শক্তির ব্যবহার হবে না বলে আশা করছে প্রার্থীরা।
অভিযান সফল হলে স্বচ্ছন্দে ভোট দিতে পারবে বলে মনে করে ভোটাররা।
এ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনী ১৪০টি অবৈধ মোটর সাইকেল, ৬টি ককটেল, একটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানান পুলিশ সুপার।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দেশীয় অস্ত্র উদ্ধারে নেমেছে পুলিশ। জেলার নগরকানদা, সালথা, ভাঙ্গা ও চরভদ্রাসন উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন থেকে প্রয় ৭শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।