অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু
- আপডেট সময় : ০১:১৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৮০ বার পড়া হয়েছে
থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদসহ সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। যারা পুলিশের লুণ্ঠিত অস্ত্র জমা দেয়নি তাদের বিরুদ্ধে এই অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। দিবাগত রাত ১২টা থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড ও রেব।আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, স্থগিতকৃত কিন্তু জমা দেওয়া হয়নি- এমন অস্ত্র জব্দ এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ এর কারবারি ও ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর জানায়, অস্ত্র জমা সংক্রান্ত জারিকৃত নির্দেশনার মধ্যে বিভিন্ন থানা থেকে লুটপাট করা অস্ত্র যেমন রয়েছে, তেমনি রয়েছে বৈধ অস্ত্রও। গত ১৫ বছরে বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও স্থগিত করেছে সরকার। গতকাল ছিল অস্ত্র জমা দেওয়ার শেষ দিন।