অবৈধ অস্ত্রের মামলায় সাহেদ করিমের বিচার শুরুর নির্দেশ
- আপডেট সময় : ০৭:২১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
অবৈধ অস্ত্রের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস অভিযোগ গঠনের এ আদেশ দেন। আদেশে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১০ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। এসময় কাঠগড়া থেকে নিজেকে নির্দোষ দাবী করে মামলা থেকে অব্যাহতি চান সাহেদ। তবে সেই আবেদনও খারিজ করে আদালত। অন্যদিকে জেকেজির ডা. সাবরিনা চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে করোনা চিকিৎসায় প্রতারণার মামলায় সাক্ষ্য দিয়েছেন বাদী কামাল হোসেন।
সমসাময়িক সময়ে দেশের আলোচিত প্রতারক রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম।বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানিতে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। উত্তরা পশ্চিম থানার এই মামলার অভিযোগপত্র দেয়া হয় ৩০ জুলাই। আর ১৯ আগস্ট সাহেদের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেয় আদালত। উভয়পক্ষের শুনানি নিয়ে শাহেদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র মামলার বিচার শুরুর নির্দেশ দেয় আদালত। খারিজ করা হয় সাহেদের অব্যাহতি আবেদনও।
অন্যদিকে করোনা চিকিৎসায় প্রতারণার মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর দিনে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আদালতে হাজির করা হয় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরীনাসহ অন্য আসামীদের। গ্রহণ করা হয় বাদী কামাল হোসেনের জবানবন্দি । পরে ৩ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করে আদালত।