অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি না দেয়ার ব্যাপারে অটল পাকিস্তান
- আপডেট সময় : ০৭:৫৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি না দেয়ার ব্যাপারে অটল রয়েছে পাকিস্তান। বিষয়টি আবারও স্পষ্ট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের ব্যাপারে পাকিস্তানের নীতি অত্যন্ত স্পষ্ট এবং কখনই ইসরাইল সরকারকে স্বীকৃতি দেয়া হবে না।
সম্প্রতি আরব আমিরাত ইসরাইলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছে সে সম্পর্কে এক সাক্ষাৎকারে একথা বলেন পাকিস্তানী প্রধানমন্ত্রী। ইমরান খান বলেন, স্বাধীন ফিলিস্তিন ও কাশ্মীর প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরাইলকে কোনো স্বীকৃতি দেয়া হবে না। যদি পাকিস্তান ইসরাইলকে স্বীকৃতি দেয়, তাহলে কাশ্মীরের দাবিও ছেড়ে দিতে হবে। পাক প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আলী জিন্নাহর নির্দেশ অনুযায়ী আমাদের নীতি নির্ধারিত। জিন্নাহ ইসরাইল সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনি জাতিকে সমর্থন জানাতে বলে গেছেন। ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান সরকার ইসরাইলকে স্বীকৃতি দিতে পারে বলে একটি গুঞ্জন আন্তর্জাতিক মহলে রয়েছে। ইসরাইলি মিডিয়ায়ও এ নিয়ে লেখালেখি হচ্ছে। তবে ইসরাইলের বিষয়ে কোনো নীতি পরিবর্তন করবে না বলে বারবার জানিয়েছে পাকিস্তান।