অবৈধ সম্পদ অর্জনের মামলায় সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে দুদক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে করা দুদকের আবেদন শুনানি কাল।
সোমবার হাইকোর্টে এই আবেদন করেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সম্রাটকে দেয়া বিচারিক আদালতের জামিনের বিরুদ্ধে এই আবেদন করে দুদক। পরে শুনানির দিন ঠিক করে উচ্চ আদালত। গত ২২ আগস্ট জামিন পান ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান তাকে জামিনের আদেশ দেন। আইনজীবীরা জানান, পাসপোর্ট জমা এবং আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না.. এমন শর্তে তাকে জামিন দেয়া হয়। ২৬ আগস্ট কারামুক্ত হন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।