অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসছে শত শত নারী পুরুষ
- আপডেট সময় : ০৫:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসছে শত শত নারী পুরুষ। চলতি মাসের ১ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত অবৈধ অনুপ্রবেশের দায়ে ২’শ ৩ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি। স্থানীয়রা বলছেন, বিজিবি প্রতিদিন যে পরিমাণ আটক করেছেন তার চেয়ে অধিক অনুপ্রবেশ করছে। আর অনুপ্রবেশকারীরা বলছেন, ভারতের একটি সরকারি বাহিনীর চাপে ভারত ছেড়ে বাংলাদেশে আসতে বাধ্য হচ্ছেন তারা।
জেলার মহেশপুর উপজেলার জুলুলী, খোসালপুর, বাঘাডাঙ্গা, পলিয়ানপুর ও শ্যামকুড় সীমান্ত দিয়ে প্রতিদিন অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে আসছে শত শত নারী পুরুষ। গেলো কয়েক দিনে বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাতে আটক হয়েছেন ২০৩জন। যাদের অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের মানুষ।
ভারতের আসাম ও ব্যাঙ্গালুরসহ বিভিন্ন এলাকায় বসবাস করা এ মানুষগুলোকে ভারতের নাগরিক পঞ্জির অর্ন্তভুক্ত করা হয়নি। তাই সরকারি বাহিনীর চাপে দেশ ছাড়তে হচ্ছে, এমন অভিযোগ তাদের।
সমস্যা সমাধানে এখনই দু’দেশের সরকারের উদ্যোগ দেওয়া উচিত বলে মনে করেন, মানবাধিকার কর্মীরা।
এদিকে, পুলিশ জানিয়েছে আটকৃতরা বাংলাদেশি নাগরিক। বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন তারা।
মহেশপুর উপজেলার বিভিন্ন বিজিবি সীমান্ত থেকে আটককৃতদের মধ্যে ৬৪ জন পুরুষ, ৭৫ জন নারী ও শিশু রয়েছে ৬৪ জন।