অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় এক মানবপাচারকারীসহ ৮ বাংলাদেশীকে আটক
- আপডেট সময় : ০১:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে এক মানবপাচারকারীসহ ৮ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি।
সদর উপজেলার তলুইগাছা সীমান্তের নটিরজঙ্গল এলাকা থেকে তাদের আটক করা হয়।সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, রুবেল মিয়া, রুবেলের স্ত্রী সুমি খাতুন, শফিকুল ইসলাম, শফিকুলের স্ত্রী নাসিমা খাতুন, দিলীপ বারই, দিলীপের স্ত্রী সেতু বিশ্বাস, বৃষ্টি খাতুন ও কবিরুল ইসলাম। বিজিবি জানায়, মঙ্গলবার বিকালে তলুইগাছা সীমান্তের নটিরজঙ্গল এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে কিছু লোক বাংলাদেশে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার শামীম হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে উক্ত ৭ বাংলাদেশী নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করা হয়।