অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ২২ রোহিঙ্গা আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে আবারও ২২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
গেলো রাতে টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া উপকুলীয় এলাকা থেকে আলাদা অভিযানে তাদের আটক করা হয়। টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ট্রলার দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার অপচেষ্টার সময় ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় শিশুসহ ৫ রোহিঙ্গাকে আটক করা হয়। আটকৃদের মধ্যে রয়েছে কুতুপালং শরণার্থী ক্যাম্পের ৪ জন, জামতলি রোহিঙ্গা ক্যাম্পের একজন। এর আগে বাহারছড়া শামলাপুর বাজার থেকে আরো ১৭ রোহিঙ্গাকে আটক করা হয়। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। এছাড়া গত ১২ ফেব্রুয়ারি সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় প্রায় ১৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সাগরে ডুবে যায়। এতে এখন পর্যন্ত ২১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।