অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্ততিকালে ৬ রোহিঙ্গা যুবক আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্ততিকালে কক্সবাজারের মহেশখালী থেকে ৬ রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
এ সময় একটি ফিশিং ট্রলারসহ ৪ দালালকেও আটক করা হয়। মহেশখালী থানার পরিদর্শক মোহাম্মদ বাবুল আজাদ জানান, কালালিয়াকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় মালয়েশিয়া যাবার প্রস্তুতিকালে আটক করা হয় ৬ রোহিঙ্গা যুবককে। তারা হলেন-উখিয়ার ক্যাম্পের মোঃ জোবায়ের, সালেহ আহমদ, আজিজুল হক, জিয়াউর রহমান, আক্তার হোসেন ও মনজুর রহমান।