অভিনব কায়দায় গাড়ী জালিয়াত চক্রের ৭ সদস্যকে গ্রেফতার
- আপডেট সময় : ০৮:১৭:২২ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ভূয়া গার্মেন্টস ব্যবসার আড়ালে অভিনব কায়দায় গাড়ী জালিয়াত চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। এসময়ে তাদের কাছ থেকে ৭টি গাড়ী উদ্ধার করা হয়েছে। জালিয়াতি করে প্রায় ৪ কোটি টাকাও হাতিয়ে নেয় চক্রটি। দুপুরে ঢাকার মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
আব্দুল কাইয়ুম ছোটন। বাড়ি কক্সবাজারের পেকুয়া থানার কাছারীমোড়ার গ্রামে। ২০২০ সালের শেষের দিকে জালিয়াতি করে অর্থ হাতিয়ে নিতে গাজীপুরসহ একাধিক এলাকায় ভূয়া গার্মেন্টস ব্যবসা শুরু করে।
করোনায় গার্মেন্টস কর্মকর্তা ও বায়ারদের যাতায়াতের নামে গ্রাহকদের কাছ থেকে গাড়ী সংগ্রহে বিজ্ঞাপনও দেয় এই প্রতারক।
২থেকে ৩ মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা মাসিক চুক্তিতে নিজ কব্জায় নেয় ২২টি গাড়ী।
২/১ মাস চুক্তি অনুযায়ী গ্রাহকরা টাকা পেলেও তারপর শুরু হয় নানা কাহিনী।
স্বল্প সময়ের মধ্যে গাড়ীগুলোর ভূয়া কাগজপত্র তৈরী করে অন্যত্র বিক্রি করে আত্মগোপনে চলে যায় ছোটন। এ কাজে সহযোগিতা করা একটি চক্র।
গাড়ী ও মাসিক চুক্তির টাকা না পেয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করে ভূক্তভোগীরা।
এসব ঘটনায় তদন্ত করে চক্রের মূল হোতা ছোটনসহ ৭জনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে সিআইডি । উদ্ধার করা হয় ৭টি গাড়ীও।
এই চক্রের সাথে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।