অভিন্ন নদীর পানির হিস্যা ও সমুদ্রসীমার অধিকার প্রতিষ্ঠায় আ’লীগ ছাড়া কেউ পদক্ষেপ নেয়নি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৫২৩ বার পড়া হয়েছে
ভারতের সাথে অভিন্ন নদীর পানির হিস্যা আদায় এবং সমুদ্রসীমায় অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকার ছাড়া কেউ পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নতুন প্রজন্মকে সুন্দরভাবে বাঁচার সুযোগ দিতে বাংলাদেশ নামক বদ্বীপকে গড়ে তুলতে আওয়ামী লীগ সরকার কাজ করছে। ২১০০ সালের মধ্যে বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে সরকার ডেল্টা প্ল্যান গ্রহণ করেছে বলে জানান সরকার প্রধান।
ডেলটা প্ল্যান-২১০০ বাস্তবায়নে প্রতিবন্ধকতা উত্তরণ বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয় রাজধানীর একটি বেসরকারি হোটেলে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কনফারেন্সের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যত নিশ্চিতে বাংলাদেশকে গড়ে তুলতে আওয়ামী লীগ সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন।
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছিল বলেই, করোনার মধ্যেও অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
সরকার প্রধান আরো বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা ও নানা প্রতিবন্ধকতার পরও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আওয়ামী লীগ সরকার।
ডেল্টা প্ল্যান বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তায় নেদারল্যান্ডসকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এ পরিকল্পনা বাস্তবায়নে অন্যান্য দেশকেও এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।