অমর একুশে বইমেলার শুরু হবার ক্ষণগণনা চলছে রীতিমতো

- আপডেট সময় : ০২:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
বছর ঘুরে আবারও আসছে ভাষার মাস ফেব্রুয়ারি। অমর একুশে বইমেলার শুরু হবার ক্ষণগণনা চলছে রীতিমতো। বরাবরের মতোই-এবারের বইমেলাকে সফল করতে নিরলসভাবে কাজ করছেন লেখক-প্রকাশক, নির্মাণ শ্রমিক থেকে শুরু করে বইমেলার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে থাকা প্রতিটি মানুষ। এবারও বইমেলার নকশা ও সাজসজ্জার দায়িত্বে আছেন স্থপতি এনামুল করিম নির্ঝর।
কোথাও হাতুড়ি পেটানোর শব্দ, কোথাও বা কাঠকাটার। রঙের গন্ধ ছড়িয়ে আছে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে। মেলার আয়তন এবার বেড়ে হচ্ছে সাড়ে সাত লাখ বর্গফুট। স্টল বাড়ছে ১০৪ ইউনিট। শিশু চত্বরের আয়তনও বাড়ছে।
বইমেলার আঙিনাকে নান্দনিকভাবে সাজাতে ব্যস্ত সময় পার করছেন আয়োজক বাংলা একাডেমি ও প্রকাশকরা। জাতির পিতার প্রতি সম্মান জানাতে নির্মাণ করা হচ্ছে নানা স্থাপনা। নকশা ও স্টল বিন্যাসেও এসেছে নতুনত্ব। চলছে শেষ লগ্নের কর্মযজ্ঞ। বই নিয়ে টানা এক মাসের এমন উদযাপনে বাঙালি মেতে ওঠেন সেই ১৯৭২ সাল থেকেই। দোসরা ফেব্রুয়ারি উদ্বোধনের পর থেকে টানা একটি মাস লেখক, পাঠক ও দর্শনার্থীদের মিলনমেলা বসবে এ আঙিনায়।