অযন্তে অবহেলায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কোটি টাকার যন্ত্রপাতি
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৬:২০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ব্যবহার না করায় নষ্ট হচ্ছে কোটি টাকা দামের যন্ত্রপাতি। অস্ত্রোপচার ও অপেক্ষাকৃত জটিল রোগীদের পাঠানো হচ্ছে রাজধানী ঢাকায়। তিন বছরের বেশি সময় ধরে চক্ষু বিশেষজ্ঞের পদটি শূন্য পড়ে আছে। বন্ধ আছে অস্ত্রোপচার ও রোগীদের রাখার ওয়ার্ড। ফলে সেবা না পেয়ে চরম দূর্ভোগ পোহাচ্ছে রোগীরা। হাসপাতালের সমস্যা দূর করার আশ্বাস কর্তৃপক্ষের ।
বন্ধ কক্ষে কাপড়ে ঢাকা পড়ে আছে কোটি টাকা দামের যন্ত্রপাতি। ব্যবহার না হওয়ায় বাক্সেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে, চোখের বিদেশী ল্যন্সসহ পোস্ট অপারেশনাল বিভিন্ন দামী ঔষধ।
এ চিত্র ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগের। দৃষ্টি পরীক্ষার জন্য চক্ষু ওয়ার্ডে থাকা দু’টি স্লিট ল্যাম্পের একটি অকেজো হয়ে গেছে। এ ছাড়া চশমা নির্ধারণ করার যন্ত্রটিও নষ্ট হয়ে পড়ে আছে। ডায়াবেটিক রেটিনো প্যাথি কক্ষের কোটি টাকা দামের দুটি লেজার মেশিন, কালার ফান্ডাস ফটোগ্রাফি ও ওসিটি মেশিনও দীর্ঘ তিন বছর ধরে ব্যবহার না করায় নষ্ট হওয়ার পথে।
দীর্ঘ দিন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পদটি শূন্য। ফলে তিন বছর ধরে হাসপাতালে চোখের ছানিসহ অন্যান্য রোগের অস্ত্রোপচার বন্ধ রয়েছে।
চিকিৎসক পদায়নের জন্য উর্ধত্বন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান সিভিল সার্জন।
দ্রুত চিকিৎসক পদায়ন করে কোটি টাকার যন্ত্রপাতি রক্ষা ও রোগীদের দূর্ভোগ লাঘব করবে সরকার এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।