অর্জন নিয়ে মেতে না থেকে পরের ম্যাচে মনোযোগ দিতে চান মমিনুল
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক এই অর্জন নিয়ে মেতে না থেকে পরের ম্যাচে মনোযোগ দিতে চান অধিনায়ক মমিনুল হক। নিশ্চিত করতে চান সিরিজ জয়। খেলা জিতে এমন প্রতিক্রিয়া দেন টাইগার কাণ্ডারী।
খেলা শেষে বাংলাদেশের খেলোয়াড়দের প্রসংশা করেছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। বলেন, তিনটি দিকে ব্যর্থতার পরিচয় দিয়েছি। বাংলাদেশ দেখিয়েছে কীভাবে এ দুর্বলতা কাজে লাগাতে হয়। অন্যদিকে, বর্তমান টেস্ট চ্যাম্পিয়নদের বিপক্ষে পাওয়া এই জয়কে পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ হিসেবে রেখে যেতে চান ম্যাচ সেরা এবাদত হোসেন। ৯ জানুয়ারি হ্যাগলি ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।