পিকে হালদারের মা-সহ ২৫ জনের দেশত্যাগে হাইকোর্টের নিষেধাজ্ঞা
- আপডেট সময় : ০৭:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
দেশের আলোচিত অর্থ পাচারকারী পিকে হালদারের মামলায় ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। এদের মাঝে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, সাবেক সচিব এন আই খান এবং পিকে হালদারের মা- লীলাবতী হালদারসহ নামীদামী অনেক ব্যক্তিত্ব। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি আহমেদ সোহেলের দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছেন। শুনানিতে উচ্চ আদালত জানায়, কাদের সহায়তায় পিকে হালদার বিদেশের মাটিতে অর্থপাচার করেছে, তা খুঁজে বের করাই আদালতের আসল উদ্দেশ্য।
দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ৩৬শ কোটি আত্মসাৎ করে আলোচনায় আসেন প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। কানাডায় আত্মগোপনে থাকা পিকে ও তার সহযোগী বেশকয়েকজনের নাম ঠিকানা জানা গেছে এরই মাঝে ।
মঙ্গলবার আলোচিত এই মামলার রুল শুনানিতে পক্ষভুক্ত হন সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের মেয়ে নাশিদ কামালসহ ইন্টারন্যাশনাল লিজিং এর চার আমানতকারি। এসময় লিখিত বক্তব্যে তারা আদালতের কাছে ২৫ জনের নামের তালিকা দেন। যার শুরুতেই আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর এসকে সুর, তালিকার ৯ নম্বরে আছেন সাবেক সচিব এন আই খান এবং ২৫ নম্বরে রয়েছেন পিকে হালদারের মা লীলাবতী হালদার। তালিকাভূক্ত ২৫ জনের সঙ্গে পিকে হালদারের যোগাযোগ রয়েছে এবং তাদের কাছে এই মামলার গুরুত্বপূর্ণ তথ্য থাকার সম্ভাবনা রয়েছে বলে দাবী করেন ভুক্তভোগীরা।
শুনানি শেষে ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট।
কেন এই নিষেধাজ্ঞা সেই ব্যাখ্যাও দেন দুদকের আইনজীবী।
এর আগে পুলিশ হেডকোয়াটার্সের দেয়া প্রতিবেদন আদালতে উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ জানায় কমিশন ফর দ্য কন্ট্রোলস অব ইন্টারপোল ফাইলস সিসিএফ এ পিকের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে বাংলাদেশের করা আবেদন পৌঁছে গেছে।