অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়
- আপডেট সময় : ০৪:৩৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
বাংলাদেশের সমৃদ্ধির জন্য অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট, বাণিজ্য বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তরসহ নানা বিষয়ে বেসরকারি খাতকে সরাসরি সহায়তা দিচ্ছে সরকার। সকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ইকোনমিক ডিপ্লোম্যাসি উইক এর উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা জানান।
এই প্রথমবার পররাষ্ট্র মন্ত্রণালয় ইকোনমিক ডিপ্লোম্যাসি উইকের আয়োজন করেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া সংঘাত সবাইকে বুঝিয়েছে যে, সবাই একে অপরের সঙ্গে জড়িত এবং প্রতিটি বিষয় সবাইকে প্রভাবিত করে।তিনি বলেন, বাংলাদেশের বর্তমানে প্রায় ৫০০ বিলিয়ন ডলার অর্থনীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ প্রায় ৪২ বিলিয়ন ডলার। দেশের প্রবৃদ্ধি বাড়ছে এবং এটি ধরে রাখতে হলে বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ বেসরকারি খাত প্রয়োজন।দেশের আইটি খাতের সম্ভাবনার ক্ষেত্রে তিনি বলেন, বর্তমানে ১৫০ কোটি ডলারের আইটি পণ্য বাংলাদেশ রফতানি করছে এবং এটি ৫০০ কোটি ডলারে উন্নিত করার পরিকল্পনা আছে। এ জন্য সরকারও বিনিয়োগ করছে।