অর্থপাচার ও অস্ত্র মামলায় জামিন পেলেন ক্যাসিনো কাণ্ডের হোতা সম্রাট
- আপডেট সময় : ০৮:৩৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
অর্থপাচার ও অস্ত্র মামলায় জামিন পেলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সভাপতি- ক্যাসিনো কান্ডে সমালোচিত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ঢাকার পৃথক আদালতে দুই মামলায় জামিন পেয়েছেন তিনি। দীর্ঘদিন কারাগারে অসুস্থ থাকায় তাকে জামিন দেয়ার কথা জানান দু’পক্ষের আইনজীবী। তবে, আরো মামলা থাকায় এখনি মুক্তি পাচ্ছে না সম্রাট।
অর্থ পাচার মামলায় রিমান্ড আবেদন শুনানির জন্য আদালতে তোলা হয়, ঢাকা মহানগর দক্ষিণের বহিস্কৃত যুবলীগ সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে। বঙ্গবন্ধু মেডিকেল হাসাপাতাল থেকে আদালতে নেয়া হয় তাকে।
ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে অর্থ পাচার আইনে করা মামলার রিমান্ড আবেদনের শুনানি হয়। দু’পক্ষের যুক্তিতর্ক শেষে রিমান্ড না-মঞ্জুর করে জামিন দেয় আদালত। এতে খুশি আসামী পক্ষের আইনজীবী। তবে, দীর্ঘদিন কারাগারে অসুস্থ্য থাকায় জামিনে তেমন বিরোধীতা করেনি রাষ্ট্রপক্ষের আইনজীবী।
ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে অস্ত্র মামলার জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে সম্রাটের জামিন মঞ্জুর করে আদালত।
তবে, তার বিরুদ্ধে দুদকের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মাদক মামলা থাকায় এখনি মুক্তি পাচ্ছে না সম্রাট।
২০১৯ সালে দেশজুড়ে ক্যাসিনো বিরোধী অভিযানে সম্রাটের নাম উঠে আসে। গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান তিনি। একই বছরের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে রেবের হাতে গ্রেফতার হন সম্রাট। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর রাজধানীর রমনা থানায় অর্থপাচারের অভিযোগে মামলা করে সিআইডি। অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত ১৯৫ কোটি টাকা সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচারের অভিযোগ করা হয় এ মামলায়।