অল্প কয়েকদিনের মধ্যে আফগানিস্তানের নতুন সরকার ঘোষণা
- আপডেট সময় : ০৮:০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
অল্প কয়েকদিনের মধ্যে আফগানিস্তানের নতুন সরকার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তালেবানের শীর্ষ নেতা আনাস হাক্কানি। নতুন সরকার গঠনের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তালেবানের অন্যতম এ নেতা। আনাস হাক্কানি আরও বলেন, সরকার গঠনের ৯০ থেকে ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে ।আফগানিস্তানে ক্ষমতা নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে আছে, তালেবান। ভঙ্গুর অবকাঠামো আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে লড়তে হবে, তাদের। সাথে আছে, ভেঙে পড়া প্রশাসনিক ব্যবস্থাপনা। এছাড়া, বিদেশি সাহায্য নির্ভর দেশটিতে পশ্চিমারা অনুদান বন্ধের ঘোষণা দেয়ায়; ধুকতে হবে, তাদের। মোকাবেলা করতে হবে, জঙ্গি গোষ্ঠি আইএসকেপিকে। এদিকে, আফগানিস্তানের নিয়ন্ত্রণে নেওয়া তালেবানকে নারী অধিকার ইস্যুতে তাদের নীতি পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রাহমান আল-থানি।