অল্পের জন্য পারমাণবিক বিপর্যয় থেকে বিশ্ব রক্ষা পেয়েছেঃ জেলেনস্কি
- আপডেট সময় : ০২:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
অল্পের জন্য পারমাণবিক বিপর্যয় থেকে বিশ্ব রক্ষা পেয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড থেকে রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তেজস্ক্রিয়তা বিপর্যয় নিয়ে ইউরোপজুড়ে শঙ্কা দেখা দেয়। শুধু আলাদা বিদ্যুৎ–ব্যবস্থা সচল থাকার কারণে জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিরাপদে কাজ চালিয়ে যেতে পেরেছে। বুধবার তোলা স্যাটেলাইট চিত্রগুলোতে দেখা গেছে, জাপোরিঝঝিয়া পারমাণবিক স্থাপনাটির আশপাশে বড় একটি এলাকাজুড়ে আগুন জ্বলছে। অগ্নিকাণ্ডের কারণে বৈদ্যুতিক সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে জাপোরিঝঝিয়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জাপোরিঝঝিয়া ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। স্থাপনাটির আশপাশে ইউক্রেন ও রুশ বাহিনীর পাল্টাপাল্টি হামলার কারণে এর নিরাপত্তা নিয়ে ক্রমশই উদ্বেগ বাড়ছে।