অল্পের জন্য রক্ষা পেয়েছে মোবারকগঞ্জ চিনিকল
- আপডেট সময় : ০৩:৩৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
অল্পের জন্য রক্ষা পেয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল। কারখানাটি ধ্বংসের জন্য বিদ্যুৎ উৎপাদন যন্ত্র টারবাইনের নিচে ছিদ্র করে দেয়া হয়। বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও, ভেঙ্গে যায় টানবাইনের ভেতরের অংশ। এ ঘটনায় দ্বায়িত্ব অবহেলার কারণে ৩ শ্রমিককে বরখাস্ত করা হলেও, শনাক্ত হয়নি মুল অপরাধী।
সিসিটিভি ফুটেজে স্পষ্ট, ২৫ ডিসেম্বর দুপুর ২টা ২৬ মিনিটে অপরিচিত এক ব্যক্তি মিলের বিদ্যুৎ উৎপাদনকারী যন্ত্র টারবাইনের নিচে সংরক্ষিত এলাকায় প্রবেশ করছে। কিছুক্ষণ পর তড়িঘড়ি করে বের হয়ে যায় লোকটি।
যন্ত্রটির নিচে ৮’শ লিটার মবিল বের হয়ে, বিকাল ৪ টা ৯ মিনিটে প্রচন্ড ধোয়া হয়ে ২টি টারবাইনের একটি অকেজো হয়ে পড়ে। মবিল না থাকায় ভেঙ্গে যায় ভেতরের যন্ত্রাংশ।
শ্রমিকরা জানায়, টাইবাইনের নিচের অংশে ছিদ্র করে মবিল ড্রামের চাবি নিচে নামানোর কারণে, এ ঘটনা ঘটেছে। টারবাইন ব্লাস্ট হলে ধংস হয়ে যেতো পুরো কারখানা। ঘটতো প্রাণহানীর ঘটনা। দ্রুত অপরাধীকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া দাবি জানান তারা।
মিল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নিয়ে দুটি তদন্ত কমিটি করা হয়েছে। দ্রুতই জানা যাবে মুল কারণ।
গত ২৩ ডিসেম্বর শুরু হয়েছে চলতি মৌসুমের আখ মাড়াই। এবার ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ১’শ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষমাত্রা ধার্য করা হয়েছে।