অশান্ত শ্রীলঙ্কায় আবারও কারফিউ জারি
- আপডেট সময় : ০২:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
সংকটে জর্জরিত শ্রীলঙ্কা ফের অগ্নিগর্ভ। ক্ষুব্ধ জনতার পদভারে প্রকম্পিত প্রেসিডেন্টের সরকারি বাসভবন; জনতার ক্ষোভের আগুনে জ্বলেছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনও। টানা কয়েক মাসের গণবিক্ষোভের মুখে অবশেষে ক্ষমতা ছাড়তে রাজি দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। শনিবার দিনভর উত্তেজনা, রাজধানী কলম্বোর পথে পথে বিক্ষোভ আর পুলিশের সঙ্গে জনতার টানা সংঘাতের পর রাতে ক্ষমতা ছাড়ার ঘোষণা দেন তিনি। বলেন, বুধবার পদত্যাগ করবেন ।
ভয়াবহ গণ বিক্ষোভের মুখে শ্রীলংকা। সময় যত গাড়াচ্ছে আন্দোলন কারীদের বিক্ষোভ ততই উপত্তপ্ত হয়ে উঠছে। কারফিউ সেনা মোতায়েন কোন কিছুই আটকাতে পারছেনা জনরোষকে। তাইতো জীবন নিয়ে প্রাসাদ থেকে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
বিক্ষোভকারীদের দখলে রাজপ্রাসাদ। আম জনতা অবস্থান নিয়েছে প্রেসিডেন্টের বাসভবনে। তাদের দাবি পদত্যাগ করতে হবে গোতাবায়াকে। অবস্থা বেগতিক দেখে বুধবার ক্ষমতা থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছেন প্রেসিডেন্ট।
মোবাইলে ধারণ করা কিছু ভিডিওতে দেখা যায়…বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের সুইমিং পুলে গোসল করছেন। অনেককে উল্লাস করতেও দেখা যায়।
পরিস্থিতি সামলা দিতে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েদেন। কিন্ত তাতেও তর সইছে না বিক্ষোভকারীদের । রাতে আগুন দেয়া হয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে। ভাঙচুর করা হয় সেখানে থাকা কয়েকটি গাড়ি। সে সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
জনতার আন্দোলনে শরীক হয়েছে শ্রীলংকার জাতীয় ক্রিকেট দলের সদস্যরাও। সমর্থন জানিয়েছেন অনেক সেনা কর্মকর্তা।
গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের অবস্থান সম্পর্কে জানা যায়নি এখনও। নৌবাহিনীর হেফাজতে রয়েছেন বলে শোনা যাচ্ছে গুঞ্জন।