অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার আলু ক্ষেত
- আপডেট সময় : ০৫:৫২:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার আলু ক্ষেত। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষক। উপজেলা কৃষি অফিস জানায়,ক্ষতিগ্রস্থদের তালিকা হচ্ছে। তাৎক্ষনিক সমস্যার সমাধানে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।
গাইবান্ধার সাদুল্যাপুরে মাটি উপযোগী হওয়ায় বিস্তীন এলাকা জুড়ে আলু চাষ করেছে কৃষকরা। তবে দুই দিনের টানা বৃষ্টি কৃষকের হাসি কেড়ে নিয়েছে। কৃষকদের চোখে এখন কষ্টের পানি। ধার দেনা আর চড়া সুদে ঋন নিয়ে আলু চাষ করে এখন বিপাড়ে তারা। এ উপজেলার আলু চাষীরা এখন বিপদগ্রস্ত। এমন অবস্থায় কৃষি বিভাগকে পাশে না পাওয়ার অভিযোগ তাদের।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এবার উপজেলার ১২শত হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যার মধ্যে এখন পর্যন্ত প্রায় ১১শত হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছে। কিন্তু শীত ও টানা বৃষ্টিতে প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে
উপজেলা কৃষি কর্মকর্তা জানান,ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করা হচ্ছে। তাৎক্ষনিক সমস্যার সমাধানে কৃষি অফিসাররা মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।
এমন অবস্থায় প্রণোদনাসহ সব ধরনের সহযোগীতা আবেদন কৃষকদের।