পণ্য ঘাটতি ও অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে : এম এ মান্নান
- আপডেট সময় : ০৬:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ১৭২১ বার পড়া হয়েছে
পণ্য ঘাটতি ও অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বাণিজ্যসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বিত পদক্ষপে বাজার নিয়ন্ত্রণ সম্ভব বলেও মনে করছেন তিনি। সকালে এফডিসিতে কৃষিজ পণ্যের দাম নিয়ে ছায়া সংসদ বিতর্কে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চোধুরী কিরণ বাজার অস্থিরতায় জড়িতদের শাস্তির আওতায় আনাসহ ৭ দফা সুপারিশ তুলে ধরেন।
বাজারে নিত্যপন্যের দাম যেন আকাশচুম্বী। পাশ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানের সাথে তুলনা করলে, দেশে উৎপাদিত কৃষিজ পন্যের দামের পার্থক্য অনেক।
এমন পরিস্থিতিতে রাজধানীর এফডিসিতে বেসরকারি খাতের সদিচ্ছার অভাবেই কৃষিজ পণ্যের দাম বৃদ্ধির প্রধান কারন শীর্ষক ছায়া সংসদ বিতর্কের ১ম সেমিফাইনালে অংশ নেয় ইডেন মহিলা কলেজ ও ঢাকা মেডিকেল কলেজের বিতার্কিকরা।
সভাপতি বক্তব্যে, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজার অস্থিরতায় জড়িত কর্পোরেট প্রতিষ্টান,মধ্যসত্বভোগীসহ সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
বিশেষ অতিথি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, বাজারে সিন্ডিকেট আছে, কিন্তু ধরা যাচ্ছে না।
প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, পণ্য ঘাটতি ও কিছু অসাধু ব্যক্তির কারণে, বাজার ব্যবস্থাকে স্বাভাবিকভাবে পরিচালনা করা যাচ্ছে না।
প্রতিযোগিতায় ঢাকা মেডিকেল কলেজকে হারিয়ে ইডেন মহিলা কলেজ বিজয়ী হয়। বিজয়ীদের পুরস্কৃত করেন অতিথিরা।