অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার প্রত্যয় বগুড়ায় তিন দিনব্যাপী কবি সম্মেলন শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার প্রত্যয় বগুড়ায় তিন দিনব্যাপী কবি সম্মেলন শুরু হয়েছে। ঐতিহ্যবাহী লেখক সংগঠন বগুড়া লেখক চক্র ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করেছে।
সকালে এ সম্মেলনের উদ্বোধন করেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি সালিম সামাদ। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে লেখক, সাংবাদিকদের কলমকে আরো শানিত করার আহ্বান জানান।দিনব্যাপী এ সম্মেলনে সারা দেশের বিভিন্ন জেলা থেকে দুই শতাধিক কবি, সাহিত্যিক অংশগ্রহণ করেন। এর আগে একটি রেলী রেব হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।