অসুস্থ মাকে দেখতে গিয়ে না ফেরার দেশে চিকিৎসক বাসুদেব সাহার পরিবার
- আপডেট সময় : ০২:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে স্ত্রী-সন্তানসহ প্রাণ দিতে হলো ঢাকার বারডেম হাসপাতালের চিকিৎসক বাসুদেব সাহাকে। বাড়ীতে আসার আগে দূর্ঘটনায় মৃত্যু হয় তাদের। এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ এলাকাবাসীর মধ্যে। গোপালগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন
অসুস্থ মাকে দেখতে আসার পথে পদ্মায় স্ত্রী সন্তানকে নিয়ে তোলা শেষ সেলফি ডাক্তার বাসুদেব সাহার। যা এখন শুধুই স্মৃতি।
রাজধানীর শাহবাগ বারডেম হাসপাতালের চিকিৎসক বাসুদবে সাহার মা শিখা রানি সাহা বার্ধক্যজতির কারনে অসুস্থ হয়ে শয্যাশায়ী। অসুস্থ মাকে দেখতে শনিবার সকালে স্ত্রী ও সন্তানকে নিয়ে গোপালগঞ্জে উদ্দেশ্যে রওনা হন তিনি। কিন্তু বাড়ী থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় জীবন দিতে হলো স্ত্রী-সন্তানসহ বাসুদেব সাহাকে। তাদের সাথে জীবন দেন প্রাইভেটকার চালক আজিজ মিয়া।
সড়ক দূর্ঘটনায় নিহত হবার খবর গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসায় পৌঁছানোর পর, পরিবারে নেমে আসে শোকের ছায়া। তবে স্ত্রী ও সন্তানসহ ছেলের মৃত্যু খবর দেয়া হয়নি অসুস্থ মাকে।
ছেলে, পুত্রবধূ ও নাতির মৃত্যুতে নির্বাক হয়ে গেছেন সাবেক কমিশনার বাবা প্রফুল্ল কুমার সাহা। তিনি বলেন, বাড়ীতে আসার পথেও তার সাথে কথা হয়। তখন সে বলেছিল অল্প সময়ের মধ্যে সে চলে আসবে। কিন্তু ছেলে, পূত্রবধূ ও নাতি ফিরলো লাশ হয়ে।
ডাক্তার বাসুদেব সাহা, স্ত্রী ও ছেলের মৃত্যুর খবরে বন্ধু, আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা বাড়ীতে ভীড় করেন। যে যার মত করে শান্তনা দেন। অনেকে আবার কান্নয় ভেঙ্গে পড়েন।
বাসুদের সাহা অনেক আন্তরিক ছিলেন। তার অকাল মৃত্যূতে ব্যাপক ক্ষতি হয়ে গেলো বলেও মন্তব্য করেন স্বজনরা।
ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর দক্ষিণ ফুকরায় শনিবারের বাস-প্রাভেটকার ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাসুদেবের পরিবারের তিনজনসহ মারা যায় ৯ জন