অস্ট্রেলিয়ার দাবানল নিয়ন্ত্রণের কাজেতিন হাজার রিজার্ভ সেনা মোতায়েন
- আপডেট সময় : ০৭:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ার বিশাল অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণের কাজে সাহায্য করতে তিন হাজার রিজার্ভ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। এটিই হবে অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম কোনো প্রাকৃতিক দুর্যোগে রিজার্ভ সেনা মোতায়েন।
দাবানলে ঘরবাড়ি ও জমি ছারখার হওয়ার মধ্যেই শনিবার দক্ষিণ-পশ্চিম অস্ট্রেলিয়ার বহু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে যায়। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী সেনা মোতায়েনের কথা জানান। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কয়েকটি দাবানলে এ পর্যন্ত অন্তত ২৩ জন নিহত হয়েছে। বহু লোক নিখোঁজ রয়েছে এবং প্রায় দেড় হাজার বাড়ি পুড়ে ছাই হয়েছে। এদিকে শনিবার সারাদিন ধরে জরুরি সতর্কবার্তা জারি করে কিছু নির্দিষ্ট এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানানো হয়। এবিসি নিউজের খবর অনুযায়ী, দাবানলে এ পর্যন্ত ২২ লাখ একর এলাকা পুড়ে ছারখার হয়েছে।