অস্ত্র নিয়ন্ত্রণে একাধিক নির্বাহী আদেশে সই করেছেন জো বাইডেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণে একাধিক নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের পরিবর্তন নিয়ে কথা বলেন বাইডেন।
তিনি বলেন, আগ্নেয়াস্ত্র সহিংসতা যুক্তরাষ্ট্রে মহামারীর রূপ নিয়েছে যা আন্তর্জাতিকভাবে বিব্রতকর। একে বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রে অনলাইন থেকে সহজেই খুচরা যন্ত্রাংশ কিনে বাড়িতে হালকা আগ্নেয়াস্ত্র তৈরি করা হয়। তবে হালকা পিস্তলকে রূপান্তর করা হলে সেটিকে আইনের আওতায় বিবেচনার কথা বলা হয়েছে বাইডেনের নির্দেশনায়। অঙ্গরাজ্য পর্যায়ে ‘রেড ফ্ল্যাগ’ আইন প্রণয়ন করে ঝুঁকিপূর্ণ মনে হওয়া লোকজনের জন্য বন্দুক সংগ্রহ করার প্রক্রিয়াকে কঠিন করারও নির্দেশ দেন তিনি। একইসাথে বিচার বিভাগকে বন্দুক পাচারের ওপর প্রতিবেদন প্রকাশ করার নির্দেশ দেয়া হয়েছে।