নির্বাচন বানচাল করে দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করাই বিএনপির উদ্দেশ্যে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ১৬৫২ বার পড়া হয়েছে
রাতের অন্ধকারে ক্ষমতা দখল করে কেউ যেন জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেটাই আওয়ামী লীগের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে ২৪টি মন্ত্রণালয়ের ১৫৭ প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। শেখ হাসিনা বলেন, নির্বাচন বানচাল করে দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করাই বিএনপির উদ্দেশ্যে। জিয়া দেশে ভোট চুরির সংস্কৃতি শুরু করেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করেই সবসময় সরকার গঠন করেছে আওয়ামী লীগ।
সরকার প্রধান, বলেন বার বার হামলা ও ষড়যন্ত্র মোকাবিলা করেই তার সরকার বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। দুই একদিনের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, জনগণ ভোট দিলে আবার সরকার গঠন করে ২০৪১ এ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করবে তার সরকার।