অ্যান্টিগায় কাল থেকে টেস্ট মিশনে নামছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
অ্যান্টিগায় কাল থেকে টেস্ট মিশনে নামছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
রঙ্গীন পোশাকে যতোটা উজ্জ্বল, সাদা পোশাকে ততোটাই বিবর্ণ বাংলাদেশ। ঘরের মাঠে শেষ সিরিজেও ছন্নছাড়া ছিলো টাইগার শিবির। শ্রীলংকার সঙ্গে ২ ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে সাকিব-মুমিনুল। এবার সাকিবের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় বাংলাদেশ। যদিও ২০১৮ সালে সাকিবের নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। সেবার দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছে ডোমিঙ্গো বাহিনী। দু’দলের পরিসংখ্যানেও পিছিয়ে, ১৮ টেস্টে মাত্র ৪টায় জিতেছে বাংলাদেশ। ক্যারিবিয়দের ১২ জয়ের বিপরীতে ২ ম্যাচ হয়েছে ড্র। টেস্টের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তামিমের সেঞ্চুরি আর মোস্তাফিজ-ইবাদতের দুর্দান্ত বোলিংয়ে ভালো কিছুর প্রত্যাশায় টাইগাররা।