অ্যাপ ছাড়া চুক্তিতে যাত্রী পরিবহন করে বাড়তি ভাড়া আদায় করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
রাইড শেয়ারিং সেবায় অ্যাপ ছাড়া চুক্তিতে যাত্রী পরিবহন করে বাড়তি ভাড়া আদায় করলে সেবাদানকারী প্রতিষ্ঠান, মোটরযানের মালিক, চালক ও ব্যবহারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ। এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিআরটিএ বলেছে, চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন ও বাড়তি ভাড়া আদায় সংক্রান্ত যেকোনো অভিযোগ সংস্থাটির রাইড শেয়ারিং শাখার সহকারী পরিচালককে দেয়া যাবে। অভিযোগ দাখিল করতে পারবেন ade_ride@brta.gov.bd এই -ই–মেইলে।