অ্যামোনিয়াম নাইট্রেট সংকটে মধ্যপাড়া কঠিন শিলা থেকে পাথর উত্তোলন বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
অ্যামোনিয়াম নাইট্রেট সংকটে মধ্যপাড়া কঠিন শিলা থেকে পাথর উত্তোলনের কাজ বন্ধ রয়েছে।
চুক্তি অনুযায়ী খনির উন্নয়ন, উৎপাদন ও রক্ষণাবেক্ষণে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রানাইট মাইনিংকে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বিষ্ফোরক সরবরাহ করার কথা। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পাথর উৎপাদন ও উন্নয়ন কাজে ব্যবহৃত বিস্ফোরক আমদানিতে দেরি হচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে, এ মাসের শেষ সপ্তাহ নাগাদ থাইল্যান্ড থেকে বিষ্ফোরকের একটি চালান বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। খনি কর্তৃপক্ষের উদাসীনতা ও কর্মদক্ষতার অভাবে সময়মত বিস্ফোরক সরবরাহ না করায় দৈনিক গড়ে সাড়ে ৫ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রতিদিন সরকারের লোকসান হবে প্রায় দেড় কোটি টাকা।