অ্যাসাঞ্জের যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের সম্ভাবনা বাড়লো
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করার এক আপিল আবেদনে জয়ী হয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের উচ্চ আদালতে অ্যাসাঞ্জের বিপক্ষে রায় দেয় । এতে মার্কিন কর্তৃপক্ষের কাছে তাঁর প্রত্যর্পণের সম্ভাবনা আরো বেড়ে গেল ।
আদালতের রায় কার্যকর হলে শিগগিরই অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে। তবে এ রায় নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারবেন অ্যাসাঞ্জ। ইতিমধ্যে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন অ্যাসাঞ্জের বাগদত্তা স্টেলা মরিস।যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ।