আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে বিলম্ব, চিকিৎসককে মারধর
- আপডেট সময় : ০৫:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
- / ১৭১৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি হওয়ার অভিযোগে হাসপাতালে ঢুকে এক চিকিৎসককে মারধর করেছে দলীয় নেতাকর্মীরা। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
গেলরাতে পটিয়া জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১ টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত পটিয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশকে চিকিৎসার জন্য নিয়ে আসে স্থানীয়রা। এসময় দলীয় নেতাকর্মীরাও হাসপাতালে ভিড় জমান। কর্তব্যরত চিকিৎসক রক্তিম দাশ তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ওটিতে পাঠিয়ে অন্য রোগী দেখতে শুরু করেন। এসময় ওটিতে যেতে দেরি হওয়ার অভিযোগে ওই ডাক্তারের ওপর চড়াও হয় আওয়ামী লীগ নেতা কর্মীরা। তাকে মারধর করার পাশাপাশি হাসপাতালেও ভাংচুর চালায় দুর্বৃত্তরা। রাতের মধ্যেই চিকিৎসকের ওপর হামলা ভিডিও ভাইরাল হয়ে যায়। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে চিকিৎসকদের মধ্যে। এই ঘটনায় রাতেই তিন জনের নাম উল্লেখ করে ১০/১২ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।