আইএমএফ কোনো শর্ত দেয়নি, তারা পরামর্শ দিয়েছে : পরিকল্পনামন্ত্রী
- আপডেট সময় : ১০:২১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ১৬২৭ বার পড়া হয়েছে
আইএমএফ কোনো শর্ত দেয়নি, তারা পরামর্শ দিয়েছে। কারণ কেউই বাংলাদেশের বস না, সবাই বন্ধু বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে, এফডিসিতে “বৈশ্বিক প্রেক্ষাপটে এবারের বাজেট কতটা জনবান্ধব” শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি একথা বলেন। মন্ত্রী জানান, দেশের প্রধান সমস্যা এখন মূল্যস্ফীতি। বৈশ্বিক পরিস্থিতির সুযোগ নিয়ে কারসাজি করে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়াচ্ছে।
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সরকার জনবান্ধব দাবি করলেও বৈশ্বিক প্রেক্ষাপটে এবারের বাজেট আসলেই সাধারণ মানুষের জন্য কতটা স্বস্তিদায়ক হবে- তা নিয়ে বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
সকালে, এফডিসিতে আয়োজিত এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে অংশ নেয় গ্রীণ ইউনিভির্সিটি।
সভাপতি বক্তব্যে, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, ঘোষিত বাজেটে মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে রাখার কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই। ঋণখেলাপীদের তালিকা জনসম্মুখে প্রকাশের দাবি জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে থাকার আশা করা হলেও বর্তমান বছরে এটা নাও হতে পারে। তবে দাম কমতে শুরু করেছে। এ বাজেটে আরও কিছুটা কমবে। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা সম্ভব নয় বলে জানান তিনি। বিতর্কে সরকারি দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বির্তাকিকরা বিজয়ী হন।