আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর খালেদার জামিনের সিদ্ধান্ত নেয়া হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:১৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বিদেশে চিকিৎসা নেয়ার বিষয়ে বেগম জিয়ার পরিবার অনুরোধ করেছে। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে গত বছর ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেয় সরকার। এরপর দ্বিতীয় দফায় ফের ছয় মাস মেয়াদ বাড়ানো হয়। সে মেয়াদ আগামী ২৫ মার্চ শেষ হচ্ছে।মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইসকান্দার খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে একটি আবেদন করেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তবে চিকিৎসার জন্য বারংবার বিদেশের কথা আবেদন করা হলেও তার সুষ্ঠু চিকিৎসা হচ্ছে কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন দেশেই উন্নত চিকিৎসা সম্ভব।অপর এক প্রশ্নে ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তন ও রেবের দায়ের করা মামলার প্রসঙ্গে তিনি বলেন, কার্টুনিষ্ট কিশোরের মুক্তি হয়েছে, হয়তো আইনেরও কিছু ভারসাম্য আসতে পারে।