আইনজীবীদের প্রযুক্তি-জ্ঞানের অভাবে রাজশাহীতে বসেনি ভার্চুয়াল কোর্ট
- আপডেট সময় : ০১:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
আইনজীবীদের প্রযুক্তিজ্ঞান না থাকায় রাজশাহীতে বসছে না ভার্চুয়াল কোর্ট। সুপ্রীম কোর্টের নির্দেশনা অনুযায়ী সশরীরে হাজির না থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসামীর জামিন শুনানি হওয়ার কথা। কিন্তু সে আয়োজন সফল হলো না। আইনজীবী সমিতির নেতারা অকপটে স্বীকার করছেন, অনলাইন সম্পর্কে অভিজ্ঞতা না থাকায় একাজে যুক্ত হতে পারছেন না তারা।
ছুটির সময়ে শুধু জামিন শুনানিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে নিষ্পত্তি করতে নির্দেশনা দেন উচ্চ আদালত। এরপরই রাজশাহীতেও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিতে দুটি ভার্চুয়াল কোর্ট প্রস্তুত করা হয়। কিন্তু আইনজীবীদের প্রযুক্তিজ্ঞানের অভাবে এর কার্যক্রম শুরু করা যায়নি।
আইনজীবী সমিতির নেতাদের অভিযোগ, কোনো ধরনের পূর্বপ্রস্তুতি ও দক্ষতা যাচাই ছাড়াই ভার্চুয়াল কোর্ট চালুর সিদ্ধান্ত হয়েছে। তাই রাজশাহী আইনজীবী সমিতির পক্ষ থেকে বিশেষ সভা করে সাত সদস্যের প্রতিনিধি দল জেলা জজকে বিষয়টি অবহিতও করেছেন্।
হঠাৎ করেই চালু করায় ভার্চুয়াল কোর্টে সাড়া দিচ্ছেন আইনজীবীরা। এজন্য আগে উপযুক্ত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা থাকতে হবে-বলছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির জন্য জেলার বাগমারা, দুর্গাপুর, বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে নির্ধারিত হয়েছে এক নম্বর ভার্চুয়াল কোট। আর জেলার গোদাগাড়ী, তানোর, পুঠিয়া ও মোহনপুর উপজেলার জন্য নির্ধারিত হয়েছে ২ নম্বর ভার্চুয়াল কোর্ট।