আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কক্সবাজার ও নরসিংদীতে দু’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কক্সবাজার ও নরসিংদীতে দু’জন নিহত হয়েছে।
কক্সবাজারের টেকনাফে গেলরাত ২টার দিকে মাদক পাচারকারীরা কেওড়া বাগানে মাটি খুঁড়ে মাদক রাখার সময় বিজিবির কাছে ধরা পড়ে। এক পর্যায়ে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি আহত হয়। পরে কক্সবাজার হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা, অস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ।
এদিকে, নরসিংদীর শিবপুরে পুলিশের সঙ্গে ডাকাত দলের কথিত বন্ধুকযুদ্ধে ডাকাত সর্দার আব্দুর রাজ্জাক নিহত হয়েছে। গেলরাত ১২টার দিকে উপজেলার তেলিয়া শ্মশানঘাট সংলগ্ন একটি কলা ক্ষেতে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় ১টি হত্যা এবং ১২টি ডাকাতিসহ ১৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।