আইনি প্রক্রিয়ায় যত দ্রুত সম্ভব ধর্ষণ মামলা নিস্পত্তি করা হবে : আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
আইনি প্রক্রিয়ায় যত দ্রুত সম্ভব ধর্ষণ মামলা নিস্পত্তি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে ঢাকার গুলশানের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন বলেও জানান আইনমন্ত্রী। এদিকে সচিবালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনগণের চোখের ও মনের ভাষা বুঝেই বলেই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির বিধান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় সমালোচনার ঝড় উঠে দেশজুড়ে। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে রাজধানীসহ সারাদেশে মানবব্ন্ধন ও মহাসমাবেশ করে আন্দোলনকারীরা।
সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়ার পর এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন আইমন্ত্রী আনিসুল হক।
এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, ধর্ষণের সাজা যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড করায় এই অপরাধটি কমে আসবে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ষণ মামলার নিস্পত্তির ব্যপারে সরকারের নেয়া সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।
এদিকে, সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে এ ধরনের আইন প্রয়োগের প্রয়োজন রয়েছে।