জেলায় জেলায় বিএনপির সমাবেশ
- আপডেট সময় : ০৬:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবিতে জেলায়-জেলায় সমাবেশ করছে বিএনপি। চাঁদপুরের সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন অভিযোগ করেন, আইনের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার।
বুধবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপি শহরের নতুন বাজারের মুনিরা ভবনের মাঠে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ করে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আইনের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার।
আরেক সদস্য গয়েশ্বর রায় বলেন শেখ হাসিনার পতন ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা হবে না। খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। দুপুরে কর্ণফুলী থানার সিডিএ আবাসিক মাঠে এ ঘটনা ঘটে। সমাবেশ চলার সময় মঞ্চ ভাংচুর করা হয়। এসময় দক্ষিণ জেলা বিএনপি নেতা সরওয়ার জামাল নিজামকে লাঞ্ছিত করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এদিকে, ২২ জানুয়ারী ময়মনসিংহে বিএনপির সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।