আইপিএল নিয়েই রীতিমত জুয়ার আসর বসছে ফেনীতে
- আপডেট সময় : ০২:১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ…আইপিএল নিয়েই রীতিমত জুয়ার আসর বসছে ফেনীতে। গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের পাড়া-মহল্লার চা’য়ের দোকান কিংবা বিভিন্ন পরিবহণ স্ট্যান্ডগুলোতে সন্ধ্যা নামলেই শুরু হয় হৈ-হট্টগোলের পাশাপাশি বাজিধরা। এমন রমরমা জুয়ার আসরের টাকা যাচ্ছে বাজিকরদের পকেটে। আর নিঃস্ব হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে জেলা পুলিশের দাবি, এ ব্যাপারে রয়েছে কঠোর নজরদারি।
করোনার কারণে দুবাই মাঠে করা হয়েছে আইপিএল-এর আয়োজন। আর বাংলাদেশের ফেনীতে সেইখেলা নিয়ে চলছে বাজিধরা। রীতিমতো জুয়ার আসর। জেলার বিভিন্ন স্থানে টেলিভিশন পর্দায় চোখ রেখে টাকার নেশায় বিভোর কিশোর, যুবক, বয়স্করা। নিত্যদিন ক্রিকেটের বল মাঠে গড়ানোর আগেই বাজি ধরতে চলে জুয়াড়ীদের যোগাযোগ। তবে, লেনদেনের মাত্রা ভিন্ন। কখনো সরাসরি অথবা বিকাশেই চলছে জুয়ার টাকা দেয়ানেয়া।
কিশোর, তরুণ ও যুবাদের লোভ দেখিয়ে প্রতিটি বল, চার, ছক্কা, উইকেট পতনের জন্য চলছে বাজিকরের বাজি। এমন ফাঁদে অল্প সময়ে বেশী লাভের আশায় এমন ফাঁদে পা দিয়ে অনেকেই হচ্ছেন নিঃস্ব-সর্বস্বান্ত। জুয়ার টাকা জোগাড়ে চুরি-ছিনতাইসহ সব অপ্রীতিকর ঘটনায় অভিভাবকরাও দিশেহারা হয়ে পড়েছেন।
তবে স্থানীয় প্রশাসন বলছে, এ ধরনের অসামাজিক কর্মকান্ড ঠেকাতে সদস্যরা সজাগ রয়েছেন। জুয়ার আসর ভাঙতে চলছে অভিযান। আইপিএল নিয়ে জুয়া বন্ধে খেলার সময় ফেনীর পরশুরামে ডিশ সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ।