আইপিএলে রাতে মাঠে নেমেছে দিল্লী ক্যাপিটালস ও কোলকাতা নাইট রাইডার্স
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলে দিনের একমাত্র ম্যাচে রাতে মাঠে নামবে দিল্লী ক্যাপিটালস ও কোলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
শুরুর দিকে তিন ম্যাচ জিতে এবারের আইপিএলে ভালো কিছু করে দেখানোর আশা জাগিয়েছিল কোলকাতা। তবে টুর্নামেন্টে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে জয় ওই তিন ম্যাচেই। আট ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাতে অবস্থান করছে শ্রেয়াস আইয়েরের কোলকাতা। অন্যদিকে টুর্নামেন্টে দিল্লিরও এখন পর্যন্ত জয় তিনটি। ম্যাচ খেলেছে সাতটি। এবারের আসরে আগের ম্যাচে নাইট শিবিরকে ৪৪ রানে হারিয়েছে দিল্লি। তাই আজকের ম্যাচ জিততে মরিয়া কোলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার। যদিও একেবারেই ছন্দে নেই নাইটরা। পরপর ৪ ম্যাচে হেরেছে তারা। প্লে অফে নিজেদের জায়গা করে নেয়ার জন্য তাদের বাকি ছ’টি ম্যাচ জিততেই হবে।