আইস সিন্ডিকেটের মূলহোতা খোকন ও তার সহযোগী গ্রেফতার
- আপডেট সময় : ০৭:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে আইস সিন্ডিকেটের মূলহোতা খোকন ও তার সহযোগীকে গ্রেফতার করেছে রেব। এ সময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ কেজি আইস, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। শনিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, এখন পর্যন্ত দেশে জব্দ করা এটিই আইসের সবচেয়ে বড় চালান ।
যাত্রাবাড়ী এলাকায় শুক্রবার রেবের বিশেষ অভিযানে আটক হয় আইস সিন্ডিকেটের অন্যতম হোতা মোহাম্মদ হোছেন ওরফে খোকন ও তার সহযোগী রফিক। এসময় তাদের কাছে থেকে প্রায় ৫ কেজি আইস, বিদেশি অস্ত্র, গুলি, নগদ টাকা ও বিদেশি সিম কার্ড উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে কারওয়ানবাজারে রেব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক জানান, চক্রটি কয়েকবছর ধরে ইয়াবা ব্যবসায়ে জড়িত।
রেব জানায়, এই সিন্ডিকেটে ২০-২৫ জন সদস্য আছে। ঢাকার উত্তরা, বনানী, গুলশান, ধানমণ্ডি ও মোহাম্মদপুরসহ বেশ কয়েকটি এলাকায় এরা ছড়িয়ে থেকে অবৈধ ব্যবসা করছে।
গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন, জানালো রেব।