আইসিসিবিতে ১৬তম আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার শুরু
- আপডেট সময় : ০৬:৪২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
দেশের প্লাস্টিক পণ্যের প্রসার ও রপ্তানি বাড়ানোর লক্ষ্যে ২০ দেশের অংশগ্রহণে পর্দা উঠল ১৬তম আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার ২০২৪। রাজধানীর রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এ মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শিল্পমন্ত্রী বলেন, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে আগামীতে অর্থনীতি আরও এগিয়ে যাবে। প্লাস্টিক পণ্যের রপ্তানি বাজার আরো প্রসারিত করতে উদ্যোগ নেয়া হবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চারদিনের ১৬তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধন উপলক্ষে এ আয়োজন। মেলায় ২০ টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে । মেলায় প্লাস্টিকের পণ্য থেকে শুরু করে যন্ত্রপাতি বেচা-কেনার সুযোগ থাকায় খুশি ব্যবসায়ী ও দর্শণার্থীরা। প্লাস্টিক পণ্যকে রপ্তানিমুখী করতে কাজ করতে হবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। bআগামীতে প্লাস্টিক খাতকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করবে সরকার এমনটাই জানান শিল্পমন্ত্রী। nমেলায় দেশ-বিদেশের ৬৫৪টি প্রতিষ্ঠানের ৯৬১টি স্টল রয়েছে। প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্যসামগ্রী ও প্লাস্টিক পণ্য উৎপাদনের প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করে।