আওয়ামী লীগ ক্ষমতায় বলেই করোনা মোকাবিলা সহজ হয়েছে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:১৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগ শক্তিশালী সংগঠন হওয়ায় করোনা অতিমারির ভয়াবহতা মোকাবিলা সম্ভব হয়েছে।সরকার বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহে সফল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে টিকার সংকট আর হবে না। সকালে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি আরো বলেন, দেশজুড়ে আশ্রয়ন প্রকল্পে প্রায় দেড় লাখের মতো ঘর নির্মাণ করা হলেও কিছু ঘর হাতুড়ি শাবল দিয়ে ষড়যন্ত্রকারীরা ভেঙ্গে গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করেছে।
১ মাস বৈঠকে বসলো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। ৫০ জন সদস্য নিয়ে গণভবনে এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক স্থবিরতা কাটাতে সম্মেলনসহ নানা সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
তৃণমূল পর্যন্ত আ’লীগ শক্তিশালী হওয়ায় করোনা মোকাবিলা সম্ভব হয়েছে
এসময় আওয়ামী লীগের কর্ণধার শেখ হাসিনা বলেন, করোনা সংকট কার্যকর মোকাবিলায় সারাদেশে সরকারের পাশে তার দল আন্তরিক কার্যকর ভুমিকা রেখে যাচ্ছে।
ভ্যাক্সিন কেনা ও সংগ্রহে বিষয়ে সরকার সুবিধাজনক অবস্থানে আছে বলে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, একটি মহল জনগনের পাশে না থেকে কেবল সরকারের সমালোচনা করে।
আশ্রয়ন প্রকল্পের ঘর ভাঙ্গাসহ সরকারবিরোধী নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর।
সমালোচনা আর ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশ উন্নত বিশ্বের কাতারে সামিল হবে – অঙ্গীকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার।